সংবাদ শিরোনাম ::
অবশেষে নৌকার পক্ষে প্রচারণায় আবুল কাশেম ওমানি
প্রনব চন্দ্র দাস : কুমিল্লা প্রতিনিধি।
- আপডেট সময় : ০৮:৩২:৫০ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩ ১৩৬ বার পড়া হয়েছে
প্রনব চন্দ্র দাস : কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার দেবিদ্বার পৌরসভা নির্বাচনে অভিমান ভুলে নৌকা প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম শামীমের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন দেবিদ্বার উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়া রম্যান আলহাজ্ব আবুল কাশেম ওমানি। এ সময় প্রচারণায় যোগ দেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব:)মোহাম্মদ আলী সুমন ,তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার।
শনিবার রাতে পৌর এলাকার নিউমার্কেট, পুরাতন বাজার, কাঁচা বাজার ও সরকারি হাসপাতাল এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি।
এ সময় দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী,তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন ফকির,দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন,কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু কাউসার অনিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, আলহাজ্ব আবুল কাশেম ওমানি পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছিলেন। পরে নৌকার প্রতীকের প্রার্থীকে সমর্থন দিয়ে তিনি নির্বাচন থেকে সরে আসেন। অবশেষে সকল অভিমান ভুলে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে গতকাল রাতে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন আলহাজ্ব আবুল কাশেম ওমানি।
Translate »