গাইবান্ধার গোবিন্দগঞ্জে সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান সমর্থকদের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে
- আপডেট সময় : ০৪:৩৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
শহীদুল ইসলাম শহীদ,
স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সভায় ছবি তোলাকে কেন্দ্র করে সাংসদ সদস্য আবুল কালাম আজাদের সমর্থকের লোকজন ও উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ আকন্দের সমর্থকের মধ্যের মারপিটের ঘটনা ঘটে।
দুপুরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা মাসিক সভায় চলাকালে এ ঘটনা ঘটে। মারপিটে উপজেলা সেচ্চাসেবক লীগের সদস্য কায়িদ হাসান নিলয় (৩০), পৌর কৃষকলীগের সভাপতি সাগর মিয়া (২৫), পৌর যুবলীগের আহবায়ক নুরুন্নবীর সরকার নান্নু (৩৫) পুলিশ সদস্য চিন্তন রঞ্জনসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। তারা সবাই উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ আকন্দের সমর্থক। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান নুরুন্নবী সরকারের অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া হাসপাতালে নেওয়া হয়।
গাইবান্ধা- ৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া, গোবিন্দগঞ্জ থানার ওসি শাহ আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ আকন্দসহ মাসিক সভা চলছিল। এসময় কায়িদ হাসান নিলয় নামের একজন সভার ছবি তুলতে যায়। ছবি তোলার সময় এমপির লোকজনক তাকে বাধা দেয়। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। পরে মারপিটের ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে গোবিন্দগঞ্জ থানার ওসি জানান, ছবি তোলাকে কেন্দ্র করে উত্তেজিত হয়েছিল। কিন্তু মারপিটের কোনো ঘটনা ঘটেনি।