গাইবান্ধার যাত্রী বাহী বাসের ভেতর থেকে ৭কেজি গাঁজা সহ মাদক কারবারি আটক
- আপডেট সময় : ০৬:১৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
শহীদুল ইসলাম শহীদ,
স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি যাত্রীবাহী বাসের ভেতর থেকে ৭ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে মাদকের সাথে জড়িত আইয়ুব আলী (৪৫) নামের এক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) উপজেলার ইদিলপুর ইউনিয়নের একবারপুর ঢাকা গামী মহাসড়কে সাদুল্লাহপুর থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জানের নেতৃত্ব এসআই আব্দুল গোফফার ও এ এস আই শাহেদুল ইসলাম সঙ্গীয় সোর্স গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর টু সিরাজগঞ্জ গামী প্রতিভা ট্রাভেলস নামের যাত্রীবাহী বাস তল্লাশি করে অভিনব কায়দায় রাখা ৭ কেজি গাঁজা জব্দসহ আইয়ুব আলীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আইয়ুব আলী বগুড়ার সোনাতলা উপজেলার বাগবাড়ি গ্রামের মৃত আব্দুর রহমান মন্ডলের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান বলেন, গোপন সংবাদে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাসটি থেকে ৭ কেজি শুকনো গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী আইয়ুব আলীকে গ্রেফতার করা হয়। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান।