ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজশাহীতে মাসব্যাপী ক্ষুদ্র পণ্য বাণিজ্য মেলার উদ্বোধন Logo আগামীর গোয়াইনঘাট বিনির্মাণে গোয়াইনঘাট ছাত্র পরিষদের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত Logo ত্রিশালে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত Logo ত্রিশালে শারদীয় দুর্গোৎসব উদযাপনে মতবিনিময় সভা Logo ত্রিশালে বিশ্ব শিক্ষক দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo দুদকের মুখোমুখি লক্ষীপুর-২ আসনের সাবেক এমপি নয়ন ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লিকা Logo লক্ষীপুরের রায়পুরে দুর্গম চরাঞ্চলে ধরা পড়েছে বিশালাকৃতির কুমির Logo ভোলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদক সহ ৫ কারবারি আটক Logo ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প সচেতনতা সভা- দিঘলিয়া মৎস্য অফিসার Logo রাসুল (সাঃ.) এর শানে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

গাজীপুরে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যানজট

সোহেল রানা, গাজীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩ ২২৪ বার পড়া হয়েছে

বেতন-বোনাসের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক নিশ্চিন্তপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি কারখানার শ্রমিকেরা। আজ শনিবার বিকেল পৌনে চারটা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে তাঁরা বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকদের অবরোধে মহাসড়কের উভয় দিকে অন্তত ১০ কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজিত শ্রমিকেরা পুলিশের ওপর চড়াও হন। বিকেল সাড়ে পাঁচটার দিকে এ প্রতিবেদন লেখার সময় শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলছিল।

পুলিশ ও কারখানার শ্রমিকেরা জানান, ৩১ মে উপজেলার মৌচাক নিশ্চিন্তপুর এলাকার ‘এমএস টেক্সটাইল কারখানার’ এক শ্রমিক নিখোঁজ হন। এরপর কারখানা কর্তৃপক্ষের কাছে নিখোঁজ হওয়া ব্যক্তির সন্ধান চান শ্রমিকেরা। এ নিয়ে শ্রমিকেরা বিক্ষোভ করেন এবং কারখানার কর্মকর্তাদের মারধর করেন। ওই ঘটনার জেরে কারখানাটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর আর চালু হয়নি। কারখানাটি বন্ধ থাকায় বেতন ও পবিত্র ঈদুল আজহার বোনাস পাননি শ্রমিকেরা। আজ বিকেলে বেতন-বোনাস ও কারখানা চালু করার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পরিদর্শক (কালিয়াকৈর) নিতাই চন্দ্র সরকার বলেন, শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন। তাঁদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করলে শ্রমিকেরা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পুলিশ তাঁদের শান্ত করার চেষ্টা করছে।

ট্যাগস :
Translate »

গাজীপুরে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যানজট

আপডেট সময় : ০৮:০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩

বেতন-বোনাসের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক নিশ্চিন্তপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি কারখানার শ্রমিকেরা। আজ শনিবার বিকেল পৌনে চারটা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে তাঁরা বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকদের অবরোধে মহাসড়কের উভয় দিকে অন্তত ১০ কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজিত শ্রমিকেরা পুলিশের ওপর চড়াও হন। বিকেল সাড়ে পাঁচটার দিকে এ প্রতিবেদন লেখার সময় শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলছিল।

পুলিশ ও কারখানার শ্রমিকেরা জানান, ৩১ মে উপজেলার মৌচাক নিশ্চিন্তপুর এলাকার ‘এমএস টেক্সটাইল কারখানার’ এক শ্রমিক নিখোঁজ হন। এরপর কারখানা কর্তৃপক্ষের কাছে নিখোঁজ হওয়া ব্যক্তির সন্ধান চান শ্রমিকেরা। এ নিয়ে শ্রমিকেরা বিক্ষোভ করেন এবং কারখানার কর্মকর্তাদের মারধর করেন। ওই ঘটনার জেরে কারখানাটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর আর চালু হয়নি। কারখানাটি বন্ধ থাকায় বেতন ও পবিত্র ঈদুল আজহার বোনাস পাননি শ্রমিকেরা। আজ বিকেলে বেতন-বোনাস ও কারখানা চালু করার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পরিদর্শক (কালিয়াকৈর) নিতাই চন্দ্র সরকার বলেন, শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন। তাঁদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করলে শ্রমিকেরা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পুলিশ তাঁদের শান্ত করার চেষ্টা করছে।