দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ই মার্চ উদযাপন।
- আপডেট সময় : ০৩:৪৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ ১১৮ বার পড়া হয়েছে
তমিজ উদ্দিন চৌধুরী,
স্টাফ রিপোর্টার-ফেনী।
আজ ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির স্বাধীনতার সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে- তৎকালীন রেসকোর্স ময়দানে বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিলেন। এই দিনের গুরুত্ব ও ভাষনের তাৎপর্য বিবেচনা করে ২০১৭ সালের ৩০ শে অক্টোবর ইউনেস্কো এই ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়। যারা আজকে ৭ মার্চকে অস্বীকার করে, তারা আসলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে কতটুকু বিশ্বাস করে সেটিই সন্দেহজনক। আজ ঐতিহাসিক ৭ই মার্চ ২০২৪ উদযাপন উপলক্ষে দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলার ১০নং ঘোপাল ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ সেলিম। আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক বৃন্দ, স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও বিদ্যালয়ের ছাত্র ছাত্রী বৃন্দ।