ধুনটে ঘৌড় দৌড় প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল
- আপডেট সময় : ০৫:৫৮:২০ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪ ৩৪৭ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ আব্দুল মোমিন
গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঘৌড় দৌড় প্রতিযোগিতা পরিচিত করার লক্ষে ধুনট উপজেলার নিত্তিপতা গ্রামে ৩ দিন ব্যাপি ঘৌড় দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়। বুধবার (১০ জানুয়ারি) বিকেলে কালের পাড়া ইউনিয়নের নিত্তিপতা গ্রামে এ ঘৌড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ঘৌড় দৌড় প্রতিযোগিতায় বগুড়া জেলাসহ বিভিন্ন এলাকা থেকে আসা ২৫ টি ঘোড়া অংশ নেয়। এ প্রতিযোগিতায় ১২ থেকে ১৫ বছরের চার থেকে পাঁচ জন কিশোর ও কিশোরী ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। বেলা ৩ টার পরে থেকে কানায় কানায় ভরে যায় ঘৌড় দৌড় দেখতে আসা বিভিন্ন এলাকার দর্শক। ঘৌড় দৌড় দেখতে আসা ইলিয়াস উদ্দিন রুবেল বলেন, ঘৌড় দৌড় প্রতিযোগিতা দেখে খুবই ভালো লাগছে। এমন আয়োজনে হাজারো দর্শকের উপস্থিতি দেখে ভালো লাগছে।
এদিকে ঘৌড় দৌড় প্রতিযোগিতার পাশাপাশি নিত্তিপতা মেলায় উঠেছে নাগোর দোলা,, চর্কি খেলা মিষ্টির দোকান, বিভিন্ন রকমের কসমেটিক দোকান, বাচ্চাদের খেলনার দোকান, ও উঠছে বিভিন্ন রকমের বড় বড় মাছ মাংস।
ঘৌড় দৌড় প্রতিযোগিতা আয়োজন কারী নিত্তিপতা গ্রামের মেলা কমিটির সভাপতি বলেন গ্রামীণ ঐতিহ্যবাহী টিকিয়ে রাখতে প্রতি বছরের মতো এবার ও আমরা ৩ দিন ব্যাপি এ আয়োজন করেছি।
প্রতিযোগিতায় অংশ নেওয়া ২৫ টি ঘোড়ার মধ্যে ছোট, মাঝারি, ও বড় আকারের ঘোড়া নিয়ে আলাদা আলাদা দৌড় শুরু হয়।
যাতে সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে এ ঘৌড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তিনি সকলের
কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ঘৌড় দৌড় প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও বগুড়া ৫ আসেনর সংসদ সদস্য আলহাজ্ব মজিবর রহমান মজনু।