নড়াইলে মরহুম মহিদুর রহমান পান্না স্মৃতি প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন
- আপডেট সময় : ১০:২০:১৩ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ৯৮ বার পড়া হয়েছে
উজ্জ্বল রায়,
নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের কৃতি সন্তান মরহুম মহিদুর রহমান পান্না স্মৃতি প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান,
রবিবার (১৮ ফেব্রুয়ারি) নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা নড়াইল ক্রিকেট পরিষদের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে এ লীগের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক জুবায়ের হোসেন চৌধুরী।
উদ্বোধনী খেলায় নড়াইল শুভেচ্ছা ক্লাব ও হবখালি ক্রিকেট ক্লাবের মোকাবেলা করছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নড়াইল শুভেচ্ছা ক্লাব প্রথমে ব্যাট করে-৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৪ রান করেছে।
নড়াইল জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট পরিষদ এর সভাপতি আয়ুব খান বুলু এর সভাপতিত্বে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও রুপগঞ্জ টাউন ক্লাবের সাধারন সম্পাদক ফরহাদ হোসেন, জাতীয় মহিলা সংস্থা, নড়াইলের চেয়ারম্যান সালমা রহমান কবিতা, নড়াইল জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক কৃষ্ণপদ দাস, ক্রিকেট পরিষদ এর সাধারন সম্পাদক আব্দুর রশীদ মন্নু, মহিলা যুবলীগ নেত্রী পলি রহমানসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-ক্রিকেট প্রেমী দর্শক এ সময় উপস্থিত ছিলেন।