নান্দাইলে ৩ দিন ব্যাপী অমর একুশে বইমেলা উদ্বোধন
- আপডেট সময় : ০৬:০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে
জেনিফ,
নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে উপজেলা চত্বরে তিন দিনব্যাপী অমর একুশে বইমেলা উদ্বোধন করা হয়েছে।
“পড়ো বই গড়দেশ “বঙ্গবন্ধুর বাংলাদেশ” ১৯ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৩ ঘটিকার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী বইমেলার শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজুল আলম মাসুম। উপজেলা চত্বরে মেলা প্রাঙ্গণ বইমেলা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা সুদক্ষ নিষ্টাবান নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজুল আলম মাসুম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম শাহান, সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিমুল্লাহ লিটন, রাশেদা কাদের স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি কবি সুফিয়া বেগম,লেখক কলামিস্ট সাইদুর রহমান নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ এনামুল হক বাবুল সাংবাদিক আকরাম হোসেন আলোর ভুবন পাঠাগারের সভাপতি মোঃ ফাইজুল ইসলাম প্রমুখ। উদ্বোধন ও আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বইমেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন।