ফেনীর ফাজিলপুর (পূবালী) তে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত।
- আপডেট সময় : ০৫:৫৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪ ৩৭৬ বার পড়া হয়েছে
তমিজ উদ্দিন চৌধুরী,স্টাফ রিপোর্টার, ফেনী।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফাজিলপুর (পূবালী) বাস ষ্টান্ড এলাকায় আজ সকালে চট্টগ্রাম মুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম- আরিফ (২৫), পিতাঃ আবুল কালাম, মান হানিফ ব্যাপারী বাড়ী, আলী নগর, ফাজিলপুর।
পরিবার সূত্রে জানা যায়, নিহত আরিফ পেশায় এক জন বার্নিশ রং মিস্ত্রি। শশুর-শাশুড়ী না থাকায় বউ নিয়ে উত্তর ফাজিলপুর লস্করতালুক শশুরালয়ে থাকতো। প্রতিদিনের মত আজও সকালে কাজের উদ্দ্যেশে বাই সাইকেল যোগে কমস্হলে যাওয়ার সময় ফাজিলপুর পূবালী রাস্তা পার হওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে।হাইওয়েতে কাজ চলার কারনে রাস্তার এক লেন বন্ধ ছিল, যার ফলে অপর লেনে গাড়ীর চাপ সভাবতই বেশী ছিল। হাইওয়ে থানা সূত্রে জানা যায়- সম্ভবত নিহত আরিফ বিপরীত দিক থেকে আসা ট্রাক খেয়াল করতে পারেনি। অজ্ঞাত নামা ট্রাকটি বাই সাইকেল সহ আরিফকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। দুমড়ে-মুচড়ে যায় আরিফের সাইকেলটি আর পাশেই পড়ে থাকে আরিফের নিথর দেহ। মাথা থেতলে যায় পিছ ঠালা রাস্তার সাথে। স্হানীয় লোকজন দ্রুত উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, আরিফ আর বেঁচে নেই (ইন্না-লিল্লাহ…… রাজীউন)। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে দুটি পরিবারে। বাবা মা তাদের সন্তান হারিয়ে যেমন পাগল প্রায়, আর এক সন্তানের জননী স্ত্রী, স্বামী কে হারিয়ে নির্ভিকার।