ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের ” উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার” জনাব ডাঃ বরাতুল আলম সোহেল এর যোগদান
- আপডেট সময় : ০৪:৩৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪ ৬৭৮ বার পড়া হয়েছে
তমিজ উদ্দিন চৌধুরী, স্টাফ রিপোর্টার,ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে নবাগত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসাবে জনাব ডাঃ বরাতুল আলম সোহেল তার কর্মস্হলে যোগদান করেছেন। তিনি ডাঃ জহর লাল রায় এর অবসর জনিত বিদায়ে তার স্হলাবিসিক্ত হলেন। জনাব ডাঃ বরাতুল আলম সোহেল ইতিপূর্বে ছাগলনাইয়া উপজেলার পাঠান নগর উপ-স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ছিলেন।
জনাব ডাঃ বরাতুল আলম সোহেল ২০০৮ সালে ফেনী সদর উপজেলার কাজীর বাগ উপ-স্বাস্থ্য কেন্দ্রে তার কর্মজীবন শুরু করেন এবং দ্বিতীয় কর্মস্থল হিসাবে ২০১৭ সালের ২২শে নভেম্বর পর্যন্ত ফাজিলপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ছিলেন। ২০১৭ সালে পাঠান নগর বদলি হন এবং ২০২৪ সালে পুনরায় ফাজিলপুর বদলি হয়ে আসেন। ফাজিলপুর উনার দ্বিতীয় বারের কর্মস্হল। সেই হিসাবে ফাজিলপুরের কর্মস্হল ও জনগন তার অনেক পরিচিত। ফাজিলপুরের জনগনের প্রত্যাশা অনেক বেশী। ফাজিলপুরের জনগন আশা করেন তিনি সময়ানুবর্তীতা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে সেই প্রত্যাশা পূরন করবেন।