বি এন পির চেয়ার পার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গফরগাঁওয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।
- আপডেট সময় : ০৯:১৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ১৮০ বার পড়া হয়েছে
গফরগাঁও উপজেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা ৬ নং রামনা ইউনিয়নের ৭,৮,৯ ওয়াড বিএনপি ও অসহযোগী সংগঠনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও কোটা সংস্কার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৩১ আগস্ট শুক্রবার বিকেলে খারুয়া বাড়াইল উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল করিম, দোয়া ও আলোচনা সভার আয়োজক সাবেক যুবদল নেতা মোঃ ফজলুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গফরগাঁও থানা বিএনপির যুগ্ন আহবায়ক ও রাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও জাসাস গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মানবাধিকার কর্মী সাংবাদিক মতিউর রহমান মতি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন যুবদলের সভাপতি মফিজ উদ্দিন সহ ইউনিয়ন বিএনপি অসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মতিউর রহমান মতি গফরগাঁও উপজেলা প্রতিনিধি।