মুহুরীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচন-২০২৪
- আপডেট সময় : ১০:০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪ ২০৯ বার পড়া হয়েছে
তমিজ উদ্দিন চৌধুরী,
স্টাফ রিপোর্টার-ফেনী
ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। দুই প্যানেলে বিভক্ত হয়ে পুরুষ প্রতিনিধি পদে ৮ জন, এবং সংরক্ষিত মহিলা প্রতিনিধি পদে ২ জন, মোট ১০ জন প্রতিদ্বন্ধিতা করে। আজ ২৬/২/২০২৪ ইং রোজ সোমবার ব্যালেট পেপারে নির্বাচন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে বিদ্যালয়টি কে তার অবস্থান থেকে সরিয়ে দিতে একটি কুচক্রীমহল দীর্ঘ দিন যাবত চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এলাকাবাসী ও স্কুলের সাবেক ও বর্তমান ছাত্র- ছাত্রীদের ব্যাপক আন্দোলনের মুখে ঐ কুচক্রী মহল পিছু হটে। এ কুচক্রীদের অপতৎপর যেন সফল হতে না পারে তার জন্য প্রয়োজন শক্তিশালী পরিচালনা কমিটি। সচেতন মহল ও ছাত্র ছাত্রী দের অভিভাবক আশা করেন নির্বাচিত কমিটি স্কুলের সার্থরক্ষায় তাদের নৈতিকতা ও আদর্শ দিয়ে সর্বোচ্চ তাগ স্বীকার করে যাবেন এবং লেখা পড়ার মানোন্নয়নে কাজ করবেন। মুহুরীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে বিজয়ী ৫ জন অভিভাবক প্রতিনিধি হলেন ১) মোহাম্মদ ফারুক, প্রাপ্ত ভোট ১০৪ (১ম স্থান), ২) রফিকুল ইসলাম, প্রাপ্ত ভোট ৮৬ (২য় স্থান), ৩) শাহ নেওয়াজ, প্রাপ্ত ভোট ৮২ (৩য় স্থান), ৪) আনোয়ারুল করিম, প্রাপ্ত ভোট ৮০ (৪র্থ স্হান), সংরক্ষিত নারী প্রতিনিধি- শিরিন আক্তার, প্রাপ্ত ভোট ৯৪। সারা দিন সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহন হলেও বিকালে ফলাফল ঘোষনার আগমুহূর্তে দুই প্যানেলের সমর্থকদের মাঝে চরম উত্তেজনা দেখা দেয়। তবে পুলিশের তৎপরতার কারনে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এর আগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের স্মারক নং ০৫.২০.৩০১৪-০০০.১১.০০১.২৩.২০ তারিখ ১১/০১/২০২৪ ইং মুলে মুহুরীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের জন্য- প্রিজাইডিং অফিসার নিয়োগ প্রাপ্ত হয়ে জনাব মোঃ আল মমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচনী তফসিল ঘোষনা করেন। মনোনয়ন পত্র সংগ্রহ ও জমার তারিখ ছিল ০৮,১১ ও ১২ই ফেব্রুয়ারী ২০২৪ সকাল ১০ টা থেকে বিকাল ৪টা। মনোনয়ন পত্র বাচাই ১৩ই ফেব্রুয়ারী ২০২৪ সকাল ১০ টা। মনোনয়ন পত্র প্রত্যাহার ১৫ ই ফেব্রুয়ারী ২০২৪ সকাল ১১টা পর্যন্ত। ভোট গ্রহণ ২৬শে ফেব্রুয়ারী ২০২৪ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত, ফলাফল প্রকাশ ২৬শে ফেব্রুয়ারী ভোট গননা শেষ হওয়ার পর।