ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ফেসবুক সুপারস্টার ইত্তেফাকের সাংবাদিক মনোনেশ দাস Logo ভালুকায় তিন দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন Logo নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড পেলেন দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি Logo খুলনায় ভোক্তা অধিকারের অভিযান জরিমানা-ভেজাল মালামাল জব্দ Logo জাফলংসহ সিলেটের সকল পাথর কোয়ারি খুলে দেয়ার আহ্বান ব্যবসায়ীদের। Logo ভালুকায় এইচবিবি রাস্তা নিম্ন মানের ইট দিয়ে নির্মানের অনিমের অভিযোগ উঠেছে Logo লক্ষ্মীপুরে দীর্ঘ প্রায় দেড়যুগ পর জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত Logo বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফাজিলপুর এর আয়োজনে “ওলামা মাশায়েখ সমাবেশ” Logo রায়পুরে নিত্যপ্রয়োজনী দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে ইউ এন ও’র বাজার মনিটরিং Logo রায়পুরে নিত্যপ্রয়োজনী দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে ইউ এন ও’র বাজার মনিটরিং

যুব মাতৃ সেবক সামাজিক সংগঠন শিবপুর বটতলী বাজার ফেনী

তমিজ উদ্দিন
  • আপডেট সময় : ১২:০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ ১৪৭ বার পড়া হয়েছে

যুব মাতৃসেবক সামাজিক সংগঠন – শিবপুর, বটতলী বাজার, ফেনী সদর,ফেনী।

তমিজ উদ্দিন চৌধুরী,
স্টাফ রিপোর্টার, ফেনী।

কবর খনন, সেচ্চায় রক্তদান, চিকিৎসা সহায়তা, শিক্ষা সহায়তা, বিবাহ সহযোগিতা, মাদকের বিরুদ্ধে ও মানবতার পক্ষে “যুব মাতৃ সেবক সামাজিক সংগঠন”।

“চলবো মোরা এক সাথে, জয় করবো মানবতাকে” এই শ্লোগানকে ধারন করে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর – বটতলী বাজার এলাকার কিছু উদ্যোমী যুবকের হাত ধরে যাত্রা শুরু করে ‘যুব মাতৃ সেবক সামাজিক সংগঠন”।

হাটি হাটি পা পা করে সামনে এগিয়ে যাচ্ছে এই সেচ্ছাসেবী অরাজনৈতিক ও সামাজিক সংগঠনটি।

প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন জনাব শাহ জাহান লিটন। উপদেষ্টা হিসাবে সার্বক্ষনিক সক্রিয় থাকেন রোটারীয়ান নজরুল ইসলাম সবুজ। বিত্তবান ও চিত্তবান ব্যাক্তিদের সার্বিক সহযোগিতায় এই সংগঠনটি যেতে পারে বহুদূর। শিবপুরের গন্ডি পেরিয়ে সৌরভ ছড়াতে পারে ফাজিলপুর বা ফেনী পর্যন্ত।

এক নজরে ফাজিলপুর যুব মাতৃ সেবক সামাজিক সংগঠনের চলমান কার্যক্রম।
* এখন পর্যন্ত ১৩৫ টি কবর খনন * পঞ্চাশ টির অধিক অসহায় মেয়ের বিয়েতে অর্থ সহায়তা প্রধান * দুই শতাধিক জনকে চক্ষু অপারেশন সহ সাতশত জন কে চক্ষু চিকিৎসা প্রদান * স্বামী হারা অসহায় দের মাঝে ঘর করে দেওয়া * মসজিদ মাদ্রাসায় নগদ অর্থ, মাইক, টাইস, রড-সিমেন্ট, স্যানেটারী টয়লেট প্রধান * ১০ জন পঙ্গু রোগীকে ১০টি হুইল চেয়ার প্রধান * বাৎসরিক শীত মৌসুমে ওয়াজ মাহফিল এর আয়োজন * প্রতি বছর মাদ্রাসায় এতিম বাচ্চাদের মাঝে মৌসুমী ফল,খাবার ও কাপড় বিতরণ * দুই ঈদে গরীব ও অসহায়দের মাঝে নগদ অর্থ শাড়ি ও মাংশ বিতরণ * অস্বচ্ছল পরিবার কে রিক্সা, টমটম গাড়ি ও সেলাই মেশিন বিতরণ * এলাকার অসহায় রোগীদের বিভিন্ন হাসপাতালে খোঁজ নিয়ে সাহায্য করা * রক্ত শুন্যতা ও অপারেশন রোগীদের রক্ত দান করা।

ট্যাগস :
Translate »

যুব মাতৃ সেবক সামাজিক সংগঠন শিবপুর বটতলী বাজার ফেনী

আপডেট সময় : ১২:০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪

যুব মাতৃসেবক সামাজিক সংগঠন – শিবপুর, বটতলী বাজার, ফেনী সদর,ফেনী।

তমিজ উদ্দিন চৌধুরী,
স্টাফ রিপোর্টার, ফেনী।

কবর খনন, সেচ্চায় রক্তদান, চিকিৎসা সহায়তা, শিক্ষা সহায়তা, বিবাহ সহযোগিতা, মাদকের বিরুদ্ধে ও মানবতার পক্ষে “যুব মাতৃ সেবক সামাজিক সংগঠন”।

“চলবো মোরা এক সাথে, জয় করবো মানবতাকে” এই শ্লোগানকে ধারন করে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর – বটতলী বাজার এলাকার কিছু উদ্যোমী যুবকের হাত ধরে যাত্রা শুরু করে ‘যুব মাতৃ সেবক সামাজিক সংগঠন”।

হাটি হাটি পা পা করে সামনে এগিয়ে যাচ্ছে এই সেচ্ছাসেবী অরাজনৈতিক ও সামাজিক সংগঠনটি।

প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন জনাব শাহ জাহান লিটন। উপদেষ্টা হিসাবে সার্বক্ষনিক সক্রিয় থাকেন রোটারীয়ান নজরুল ইসলাম সবুজ। বিত্তবান ও চিত্তবান ব্যাক্তিদের সার্বিক সহযোগিতায় এই সংগঠনটি যেতে পারে বহুদূর। শিবপুরের গন্ডি পেরিয়ে সৌরভ ছড়াতে পারে ফাজিলপুর বা ফেনী পর্যন্ত।

এক নজরে ফাজিলপুর যুব মাতৃ সেবক সামাজিক সংগঠনের চলমান কার্যক্রম।
* এখন পর্যন্ত ১৩৫ টি কবর খনন * পঞ্চাশ টির অধিক অসহায় মেয়ের বিয়েতে অর্থ সহায়তা প্রধান * দুই শতাধিক জনকে চক্ষু অপারেশন সহ সাতশত জন কে চক্ষু চিকিৎসা প্রদান * স্বামী হারা অসহায় দের মাঝে ঘর করে দেওয়া * মসজিদ মাদ্রাসায় নগদ অর্থ, মাইক, টাইস, রড-সিমেন্ট, স্যানেটারী টয়লেট প্রধান * ১০ জন পঙ্গু রোগীকে ১০টি হুইল চেয়ার প্রধান * বাৎসরিক শীত মৌসুমে ওয়াজ মাহফিল এর আয়োজন * প্রতি বছর মাদ্রাসায় এতিম বাচ্চাদের মাঝে মৌসুমী ফল,খাবার ও কাপড় বিতরণ * দুই ঈদে গরীব ও অসহায়দের মাঝে নগদ অর্থ শাড়ি ও মাংশ বিতরণ * অস্বচ্ছল পরিবার কে রিক্সা, টমটম গাড়ি ও সেলাই মেশিন বিতরণ * এলাকার অসহায় রোগীদের বিভিন্ন হাসপাতালে খোঁজ নিয়ে সাহায্য করা * রক্ত শুন্যতা ও অপারেশন রোগীদের রক্ত দান করা।