শাহজাদপুরে রংধনু স্কুলের বসন্ত বরণ উৎসব
- আপডেট সময় : ০৮:৩৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে
মোঃ নাঈম উদ্দিন সিরাজী
শাহজাদপুর প্রতিনিধি :সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর শহরের দ্বারিয়াপুর রংধনু মডেল স্কুল ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে পহেলা ফাল্গুন বুধবার সকালে বসন্ত উৎসব পালিত হয়েছে। রংধনু মডেল স্কুল এ উৎসবের আয়োজন করে। এ উৎসব অনুষ্ঠানের মধ্যে ছিল শিক্ষার্থীদের অংশ গ্রহণে নাচ-গান, আবৃত্তি ও আলোচনাসভা। এ উৎসবের উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজম। এতে প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ-৬(শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য চয়ন ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুজ্জামান, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মীনি হুমায়রা সিদ্দিকা, শাহজাদপুর পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী প্রমুখ। এতে সভাপতিত্ব করেন রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহীন। উদ্বোধনী পর্ব শেষে শিক্ষার্থীরা নাচ,গান,কবিতা আবৃত্তি করেন।