শেরপুরে নৌকা প্রতীকের পোস্টার পুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা
- আপডেট সময় : ০৪:০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ ৯৩ বার পড়া হয়েছে
শেরপুরে নৌকা প্রতীকের পোস্টার পুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা
ববি রানী রায়
স্টাফ রিপোর্টার:
শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের খামারপাড়া এলাকার জনৈক মজিবুর ড্রাইভারের বাড়ির সম্মুখে স্থাপিত নৌকা প্রতীকের নির্বাচনী কেন্দ্রের বেশকিছু পোস্টার ২৫ ডিসেম্বর সোমবার রাত আড়াইটার দিকে পুড়িয়ে দিয়েছে অজ্ঞাতনামা দুবৃর্ত্তরা।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুর সদর ১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতিউর রহমান আতিকের নৌকা প্রতীকের পাকুড়িয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী কেন্দ্র খোলা হয়। এসব কেন্দ্রের মধ্যে পাকুড়িয়া খামারপাড়া মজিবুর ড্রাইভারের বাড়ির সম্মুখে একটি কেন্দ্রের লাগানো পোস্টারের মধ্যে বেশকিছু পোস্টার ও প্যান্ডেলের একটি কাপড় সোমবার সকালে পোড়ানো অবস্থায় পাওয়া যায়।
এদিকে ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পাকুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ শরিফ আহাম্মেদ শুভ বলেন, রাত ২টা পর্যন্ত কেন্দ্রে লাগানো পোস্টার গুলো অক্ষত ছিল। সোমবার ভোর সকালে পোস্টার ও প্যান্ডেলের একটি কাপড় ভূস্মিভুত অবস্থা পাওয়া যায় ওই কেন্দ্রে। এছাড়াও এলাকাবাসী বলছে পোস্টার গুলো অজ্ঞাতনামা দুবৃর্ত্তরা পুড়িয়েছে।
এঘটনার খবর পেয়ে শেরপুর জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমদাদুল হক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সেই সাথে ভূষ্মিভূত হওয়া পোস্টারের অংশ বিশেষ জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
অপরদিকে পুলিশ ধারণা করছেন পোস্টার গুলো কোন দুর্ঘটনায় পুড়ে যেতে পারে বলে এমনটাই জানান এবং বিষয়টি গুরুত্বসহকারে পুলিশ খতিয়ে দেখছে।