“হাতে নতুন বই, চোখে মুখে আনন্দ” বছরের শুরুতেই ভোলা টাউন মাধ্যমিক বিদ্যালয় বই উৎসব
- আপডেট সময় : ০৯:০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪ ১৮৮ বার পড়া হয়েছে
রাকিবুল ইসলাম রুবেল,ভোলা প্রতিনিধি:
হাতে নতুন পাঠ্য বই হাতে নিয়ে স্কুলের মাঠে আনন্দে নাচ ছিল নাদিম নামের এক শিক্ষার্থী। রঙিন ফিতা দিয়ে বাঁধা বই দেখিয়ে শিক্ষার্থী জানাল, নতুন বই পেয়ে তার খুব ভালো লাগছে, সেই সঙ্গে বই বিতরণের এই উৎসবও তার পছন্দ হয়েছে।
সোমবার (১ জানুয়ারী) ইংরেজি বছরের প্রথম দিন ভোলা টাউন মাধ্যমিক বিদ্যালয় প্রায় শত শিক্ষার্থী জড়ো হয়। ভোলা টাউন মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় প্রাঙ্গণে ‘বই উৎসবে’ অংশ নিতে। তাদের হাতে তুলে দেওয়া হয় নতুন ক্লাসের নতুন পাঠ্য বই। শিক্ষার্থীদের মধ্যে অনেকেই আসে তাদের অভিভাবকদের হাত ধরে।
ভোলা টাউন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে ‘বই বিতরণ উৎসব ২০২৪’ এর উদ্বোধন করেন ভোলা পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির। ভোলা টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ ফারজানা বেগম এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, ভোলার টাউন মাধ্যমিক বিদ্যালয় এর প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন, প্রাক্তন সহকারি ইংলিশ শিক্ষক এবং বর্তমান ম্যানেজিং কমিটির সদস্য মো তোফাজ্জল হোসেন সহ শিক্ষক-শিক্ষিকা ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও ছাত্র ছাত্রী। বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছাত্র ছাত্রীরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপহার দেওয়া বই পেয়ে মহা খুশি এবং আনন্দিত।