ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বৈদ্যবাটি শহরকে ইউনাইটেড নেশনসের মাপ দন্ড অনুসারে ভারতের প্রথম পাখি বান্ধব শহর ঘোষণা করা হলো Logo গৌতম বুদ্ধের ২৫৬৯- তম জন্ম দিবস পালিত হলো হুগলী ব্যান্ডেল কেওটা বৌদ্ধি বিহারে Logo যুদ্ধবিরতিতে রাজি হয়ে গিয়েছে ভারত এবং পাকিস্তান’! দু’পক্ষের ‘বাস্তবজ্ঞান’কে স্বাগত জানিয়ে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প Logo বাগমারায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শশুর বাড়িতে জামাইয়ের মর্মান্তিক মৃত্যু Logo প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত Logo শেরপুরে ঝিনাইগাতীতে ১৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার Logo Logo ভারতে ইউটিউবে বন্ধ যমুনা-বাংলাভিশনসহ ৪ বাংলাদেশি টিভি চ্যানেল Logo রায়পুরে সয়াবিন লুট ঠেকাতে এএসপির নেতৃত্বে পুলিশি মহড়া Logo স্ত্রীর পরকীয়ায় ক্ষুব্ধ স্বামী, পেট্রোল ঢেলে আগুনে পুড়ে স্বামী-স্ত্রী আহত

অঙ্ক পরীক্ষার আগের দিন মারা গেলেন বাবা ঘটনায় পান্ডুয়া

বেবি চক্রবর্ত্তী: হুগলী :-
  • আপডেট সময় : ০৯:৪৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে

বেবি চক্রবর্ত্তী: হুগলী :- অঙ্ক পরীক্ষার আগের দিন মারা গেলেন বাবা। বাবার মৃতদেহ বাড়িতে রেখে মাধ্যমিক পরীক্ষা দিতে গেল মেয়ে। বাবা চেয়েছিলেন মেয়ে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াক। সেই স্বপ্ন সত্যি করতে চায় মেয়ে মুসকান।পান্ডুয়ার হরাল দাসপুর গ্রাম বর্ধমানের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তার মেয়ে মুসকান খাতুন জীবনের প্রথম বড় পরীক্ষা দিচ্ছে এবার।পান্ডুয়া হাতনী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মুসকান। তার মাধ্যমিকের সিট পড়েছে বৈঁচি বাটিকা উচ্চ বিদ্যালয়ে।

মুসকান যখন পরীক্ষা দিচ্ছে তখন তার বাবার শেষকৃত্য সম্পন্ন হবে। শুক্রবার বাবার মৃতদেহ বাড়িতে রেখেই পরীক্ষা দিতে যায় মুসকান। চাষের কাজ করতেন আব্দুল কায়েম। কিন্তু মুসকানকে নিয়ে ছিল অনেক স্বপ্ন। মেয়ে পড়াশোনা শিখে নিজের পায়ে দাঁড়াবে এমনটাই চাইতেন তিনি। বাবার স্বপ্ন সফল করতে চায় মুসকান।বাটিকা বৈঁচী পঞ্চায়েতের উপপ্রধান দীপ্তেন্দু বন্দ্যোপাধ্যায় মুসকানের পিতৃ বিয়োগের খবর জানতে পারেন। তার পরীক্ষা দিতে যাতে কোনও অসুবিধা না হয় তার ব্যবস্থা করেন। তিনি জানান, পরীক্ষা কেন্দ্রে মুসকান যদি কোনও কারণে অসুস্থ হয়ে পড়ে তার জন্য অ্যাম্বুল্যান্স থেকে সবরকম ব্যবস্থা রাখা হয়েছে। তিনি বলেন, ”মাধ্যমিক পরীক্ষার সময় বাবার মৃত্যু খুবই দুঃখজনক। তবে ওই ছাত্রীর মানসিক দৃঢ়তা আছে দেখে ভালো লাগছে। জীবনের প্রথম বড় পরীক্ষা আর সেই পরীক্ষার মধ্যেই বাবার না থাকা। এরপর হয়তো অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। তবে আপাতত পরীক্ষাতেই মন দিতে চায় মুসকান।পঞ্চায়েতের তারাজল গ্রামের বাসিন্দা আব্দুল কায়েম শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

ট্যাগস :
Translate »

অঙ্ক পরীক্ষার আগের দিন মারা গেলেন বাবা ঘটনায় পান্ডুয়া

আপডেট সময় : ০৯:৪৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

বেবি চক্রবর্ত্তী: হুগলী :- অঙ্ক পরীক্ষার আগের দিন মারা গেলেন বাবা। বাবার মৃতদেহ বাড়িতে রেখে মাধ্যমিক পরীক্ষা দিতে গেল মেয়ে। বাবা চেয়েছিলেন মেয়ে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াক। সেই স্বপ্ন সত্যি করতে চায় মেয়ে মুসকান।পান্ডুয়ার হরাল দাসপুর গ্রাম বর্ধমানের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তার মেয়ে মুসকান খাতুন জীবনের প্রথম বড় পরীক্ষা দিচ্ছে এবার।পান্ডুয়া হাতনী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মুসকান। তার মাধ্যমিকের সিট পড়েছে বৈঁচি বাটিকা উচ্চ বিদ্যালয়ে।

মুসকান যখন পরীক্ষা দিচ্ছে তখন তার বাবার শেষকৃত্য সম্পন্ন হবে। শুক্রবার বাবার মৃতদেহ বাড়িতে রেখেই পরীক্ষা দিতে যায় মুসকান। চাষের কাজ করতেন আব্দুল কায়েম। কিন্তু মুসকানকে নিয়ে ছিল অনেক স্বপ্ন। মেয়ে পড়াশোনা শিখে নিজের পায়ে দাঁড়াবে এমনটাই চাইতেন তিনি। বাবার স্বপ্ন সফল করতে চায় মুসকান।বাটিকা বৈঁচী পঞ্চায়েতের উপপ্রধান দীপ্তেন্দু বন্দ্যোপাধ্যায় মুসকানের পিতৃ বিয়োগের খবর জানতে পারেন। তার পরীক্ষা দিতে যাতে কোনও অসুবিধা না হয় তার ব্যবস্থা করেন। তিনি জানান, পরীক্ষা কেন্দ্রে মুসকান যদি কোনও কারণে অসুস্থ হয়ে পড়ে তার জন্য অ্যাম্বুল্যান্স থেকে সবরকম ব্যবস্থা রাখা হয়েছে। তিনি বলেন, ”মাধ্যমিক পরীক্ষার সময় বাবার মৃত্যু খুবই দুঃখজনক। তবে ওই ছাত্রীর মানসিক দৃঢ়তা আছে দেখে ভালো লাগছে। জীবনের প্রথম বড় পরীক্ষা আর সেই পরীক্ষার মধ্যেই বাবার না থাকা। এরপর হয়তো অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। তবে আপাতত পরীক্ষাতেই মন দিতে চায় মুসকান।পঞ্চায়েতের তারাজল গ্রামের বাসিন্দা আব্দুল কায়েম শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।