ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিরামপুর পশুহাট, ছোট যমুনা নদী ও মৎস্য  অভয়াশ্রমে উপজেলা মৎস কর্মকর্তার অভিযান  Logo বেলকুচিতে যমুনা পরিবেশ সংকট ও নিরসন বিষয়ক সভা প্রেস বিজ্ঞপ্তি Logo বোয়ালী দারুল উলূম হালিমাতুস সাদিয়া রাঃ মহিলা মাদ্রাসায় প্রথম স্থান অর্জন করাই পুরস্কার Logo ভালুকায় ছাত্রদল নেতার উপর অতর্কিত হামলার অভিযোগ Logo বৈদ্যবাটি শহরকে ইউনাইটেড নেশনসের মাপ দন্ড অনুসারে ভারতের প্রথম পাখি বান্ধব শহর ঘোষণা করা হলো Logo গৌতম বুদ্ধের ২৫৬৯- তম জন্ম দিবস পালিত হলো হুগলী ব্যান্ডেল কেওটা বৌদ্ধি বিহারে Logo যুদ্ধবিরতিতে রাজি হয়ে গিয়েছে ভারত এবং পাকিস্তান’! দু’পক্ষের ‘বাস্তবজ্ঞান’কে স্বাগত জানিয়ে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প Logo বাগমারায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শশুর বাড়িতে জামাইয়ের মর্মান্তিক মৃত্যু Logo প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত Logo শেরপুরে ঝিনাইগাতীতে ১৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

খুলনায় অভিনব কায়দায় ব্যাটারিচালিত রিকশা চুরি করা হচ্ছে।

শাহাদাত হোসেন নোবেল : খুলনা
  • আপডেট সময় : ০৬:৪৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে

শাহাদাত হোসেন নোবেল : খুলনা
খুলনার নতুনরাস্তা কেশবলাল রোড এর ইব্রাহিম পরিবহন রিক্সার গেরেজ থেকে অভিনব কায়দায় ব্যাটারিচালিত রিকশা ও ৮টি ব্যাটারি চুরি করা হয়েছে।
এ ব্যাপারে খুলনার দৌলতপুর থানায়
০৮.১১.২৪ইং তারিখে একটা অভিযোগ দায়ের করেন রিকশার মালিক ইবাদুর রহমান। তিনি জানান রিকশার ড্রাইভার নয়াবালি গাজি তার ওখানে ৩/৪ বছর রিকশা চালায় এবং সে রাতে রিকশার গেরেজে থাকতো,তার পিতা মাফেজ উদ্দিন গাজি,গ্রাম: শোভনা,থানা :ডুমরিয়া খুলনা।
নয়াবালি গাজি বৃহস্পতিবার ভোর রাতে ৫টার দিকে সে নিজে যে রিকশা চালাতো সেটা ও আরো ৮ টি ব্যাটারি চুরি করে পালায়। চোরকে খুজতে রিকশার মালিক তার বাড়ি ডুমোরিয়াই যায় এবং আসেপাশে অনেক খোজাখুজি করে রিকশা ও ব্যাটারির কোন হদিস খুজে পাওয়া যায় নি।
ভিন্ন তথ্যে যানাযায় এসব চোরাই রিকশা ৮ থেকে ১৫ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। আবার চোরাইকৃত রিকশা ৫ থেকে ৭ হাজার টাকা দালালদের মাধ্য পরিশোধ করে তা ফেরতও দেয়। আবার খুলনায় বিভিন্ন জায়গায় রয়েছে সংঘবদ্ধ চোরচক্র।
রাতের আঁধারে ওই ইজিবাইক, রিকশা-ভ্যান ও চুরি করা মালামাল অন্য জেলায় পাঠিয়ে দেয়। যন্ত্রপাতি খুলে একটির মালামাল অন্যটিতে লাগিয়ে আমূল পরিবর্তন আনে রিক্সা-ভ্যান ইজিবাইকে। অনেক সময় যাত্রী সেজে চালককে কিছু কিনতে পাঠায়। আর দোকানে গেলে গাড়ি চুরি করে সটকে পড়ে।

দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম ভুক্তভোগীদের বলেন আমারা আপনাদের পাশে আছি। চোরের মাল উদ্ধারে আমরা আপনাদের সর্বত্মক সাহায্য সহোযোগিতা করছি।

ট্যাগস :
Translate »

খুলনায় অভিনব কায়দায় ব্যাটারিচালিত রিকশা চুরি করা হচ্ছে।

আপডেট সময় : ০৬:৪৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

শাহাদাত হোসেন নোবেল : খুলনা
খুলনার নতুনরাস্তা কেশবলাল রোড এর ইব্রাহিম পরিবহন রিক্সার গেরেজ থেকে অভিনব কায়দায় ব্যাটারিচালিত রিকশা ও ৮টি ব্যাটারি চুরি করা হয়েছে।
এ ব্যাপারে খুলনার দৌলতপুর থানায়
০৮.১১.২৪ইং তারিখে একটা অভিযোগ দায়ের করেন রিকশার মালিক ইবাদুর রহমান। তিনি জানান রিকশার ড্রাইভার নয়াবালি গাজি তার ওখানে ৩/৪ বছর রিকশা চালায় এবং সে রাতে রিকশার গেরেজে থাকতো,তার পিতা মাফেজ উদ্দিন গাজি,গ্রাম: শোভনা,থানা :ডুমরিয়া খুলনা।
নয়াবালি গাজি বৃহস্পতিবার ভোর রাতে ৫টার দিকে সে নিজে যে রিকশা চালাতো সেটা ও আরো ৮ টি ব্যাটারি চুরি করে পালায়। চোরকে খুজতে রিকশার মালিক তার বাড়ি ডুমোরিয়াই যায় এবং আসেপাশে অনেক খোজাখুজি করে রিকশা ও ব্যাটারির কোন হদিস খুজে পাওয়া যায় নি।
ভিন্ন তথ্যে যানাযায় এসব চোরাই রিকশা ৮ থেকে ১৫ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। আবার চোরাইকৃত রিকশা ৫ থেকে ৭ হাজার টাকা দালালদের মাধ্য পরিশোধ করে তা ফেরতও দেয়। আবার খুলনায় বিভিন্ন জায়গায় রয়েছে সংঘবদ্ধ চোরচক্র।
রাতের আঁধারে ওই ইজিবাইক, রিকশা-ভ্যান ও চুরি করা মালামাল অন্য জেলায় পাঠিয়ে দেয়। যন্ত্রপাতি খুলে একটির মালামাল অন্যটিতে লাগিয়ে আমূল পরিবর্তন আনে রিক্সা-ভ্যান ইজিবাইকে। অনেক সময় যাত্রী সেজে চালককে কিছু কিনতে পাঠায়। আর দোকানে গেলে গাড়ি চুরি করে সটকে পড়ে।

দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম ভুক্তভোগীদের বলেন আমারা আপনাদের পাশে আছি। চোরের মাল উদ্ধারে আমরা আপনাদের সর্বত্মক সাহায্য সহোযোগিতা করছি।