সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম পটিয়ায় অ:গ্নি:কা;ন্ডে পুড়ে ছায় হয়ে গেছে বসতঘর

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক:
- আপডেট সময় : ০৯:৫৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ৩০ বার পড়া হয়েছে

এম,মছিবুর রহমান বাবুল,উপজেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নে বসতঘর পুড়ে ছায় হয়ে গেছে।
গতকাল(০৬ মে)পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ১ নং ওয়ার্ড মুঘল পাড়ার আশিকের বাড়িতে আগুনের সূত্রপাত ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,আগুন লাগার খবর জানতে পারলে এলাকার সর্বত্রের জনসাধারনএগিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হওয়ার প্রাক্কালে পরবর্তীতে ফায়ার সার্ভিসের ইউনিট এসে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকান্ডে ক্ষতি গ্রস্ত আশীকের স্ত্রী তানজিনা জানান,রান্না করা অবস্থায় তিনি ওয়াশরুমে গেলে চুলার আগুন থেকে ঘরের চারিদিকে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে কোনো অবস্থাতে পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করা সম্ভব হয়নি, সব কিছু পুড়ে ছায় হয়ে যায়, তাহার হিসাবে ক্যাশ টাকা,স্বর্ণলংকার আসবাব পত্র সহ অনেক জরুরি কাগজ পত্র সহ সরঞ্জামাদি।
Translate »