ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ছোট ভাই স্ত্রী সহ বড় ভাইকে খুন  গ্রেফতার ২

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:১৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ২৫ বার পড়া হয়েছে

এম,মছিবুর রহমান বাবুল উপজেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রাম চান্দগাঁও আবাসিক এলাকায় ছোট ভাই ও তার স্রী সহ মিলে বড় ভাইকে খুন করেছে। 
গতকাল(২১ মে)বুধবার রাত আনুমানিক ১.৩৫ মিনিটে মৃত সাহেদের ছোট ভাই মোঃজাহেদ(২৭) ও স্ত্রী তাসনিম বিনতে আসলাম ওহি(২৬) মিলে চান্দগাঁও আবাসিক এলাকা বি-ব্লক ০২ নং রোড,৪র্থ তলার নিজ বাসভবনে ধারালো অস্ত্র দিয়ে একই বাসায় বড় ভাইকে খুন করলো ছোট ভাই ও তার স্ত্রী। 
খুন করার পর কেউ বুঝতে না পারে মতো রাতের আঁধারে লাশ নিয়ে পালিয়ে যাওয়ার সময় চান্দগাঁও থানার পুলিশ আসামীদের হাতেনাতে গ্রেফতার করে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম হাসপাতালে প্রেরন করেন।
গ্রেফতারকৃত আসামী ১)তাসনিম বিনতে আসলাম ওহি(২৬),পিতা-মৃত আবু আসলাম ভূইয়া বাপ্পি, মাতা-তাসলিমা ইসলাম, সাং-হাজী মীর হোসেন সওদাগরের বাড়ি, নোয়া পাড়া,রাউজান, চট্টগ্রাম। ২)মোঃজাহেদ(২৭)পিতা-মৃত জালাল আহমদ, মাতা-শাকেরা খাতুন, সাং-মীর হোসেন সওদাগরের বাড়ি, নোয়া পাড়া,উপজেলা রাউজান, চট্টগ্রাম। বর্তমানে সবাই একই বাসায় বসবাস করতো কিন্তু হতাহতের ঘটনা এখনো জানা যায়নি,তবে মামলা দায়ের এর ব্যাপারে প্রক্রিয়া চলতেছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

ট্যাগস :
Translate »

ছোট ভাই স্ত্রী সহ বড় ভাইকে খুন  গ্রেফতার ২

আপডেট সময় : ১০:১৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

এম,মছিবুর রহমান বাবুল উপজেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রাম চান্দগাঁও আবাসিক এলাকায় ছোট ভাই ও তার স্রী সহ মিলে বড় ভাইকে খুন করেছে। 
গতকাল(২১ মে)বুধবার রাত আনুমানিক ১.৩৫ মিনিটে মৃত সাহেদের ছোট ভাই মোঃজাহেদ(২৭) ও স্ত্রী তাসনিম বিনতে আসলাম ওহি(২৬) মিলে চান্দগাঁও আবাসিক এলাকা বি-ব্লক ০২ নং রোড,৪র্থ তলার নিজ বাসভবনে ধারালো অস্ত্র দিয়ে একই বাসায় বড় ভাইকে খুন করলো ছোট ভাই ও তার স্ত্রী। 
খুন করার পর কেউ বুঝতে না পারে মতো রাতের আঁধারে লাশ নিয়ে পালিয়ে যাওয়ার সময় চান্দগাঁও থানার পুলিশ আসামীদের হাতেনাতে গ্রেফতার করে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম হাসপাতালে প্রেরন করেন।
গ্রেফতারকৃত আসামী ১)তাসনিম বিনতে আসলাম ওহি(২৬),পিতা-মৃত আবু আসলাম ভূইয়া বাপ্পি, মাতা-তাসলিমা ইসলাম, সাং-হাজী মীর হোসেন সওদাগরের বাড়ি, নোয়া পাড়া,রাউজান, চট্টগ্রাম। ২)মোঃজাহেদ(২৭)পিতা-মৃত জালাল আহমদ, মাতা-শাকেরা খাতুন, সাং-মীর হোসেন সওদাগরের বাড়ি, নোয়া পাড়া,উপজেলা রাউজান, চট্টগ্রাম। বর্তমানে সবাই একই বাসায় বসবাস করতো কিন্তু হতাহতের ঘটনা এখনো জানা যায়নি,তবে মামলা দায়ের এর ব্যাপারে প্রক্রিয়া চলতেছে বলে পুলিশ সূত্রে জানা যায়।