নড়াইলে চারণ কবি বিজয় সরকারের ১২২ তম জন্ম জয়ন্তী উৎসবে এসপি মেহেদী হাসান

- আপডেট সময় : ১২:১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪ ১৪৯ বার পড়া হয়েছে

উজ্জ্বল রায়,
নড়াইল প্রতিনিধি :
নড়াইলে চারণ কবি বিজয় সরকারের ১২২ তম জন্ম জয়ন্তী উৎসবে এসপি মেহেদী হাসান।
পোষা পাখি উড়ে যাবে সজনী একদিন ভাবি নাই মনে। নড়াইল জেলা প্রশাসন ও চারণ কবি বিজয় সরকার ফাউন্ডেশন এর আয়োজনে একুশে পদক প্রাপ্ত চারণ কবি বিজয় সরকারের ১২২ তম জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে কবির বাসভবন নড়াইলের ডুমদি গ্রামে দুই দিনব্যাপী উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান,
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এ অনুষ্ঠানে যোগদান করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। এ সময় পুলিশ সুপার তার বক্তব্যে চারণ কবি বিজয় সরকারের স্মৃতিচারণ করেন। পুলিশ সুপার বলেন, চারণ কবি বিজয় সরকার বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছেন। পুলিশ সুপার বলেন তাদের মত দেশপ্রেমী জ্ঞানী লোকের কারণেই আজ আমাদের এই স্বাধীনতা।
এ সময় মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক, নড়াইল সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।