পানিহাটি তৃণমূল কাউন্সিলার সহ ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড

- আপডেট সময় : ১০:১৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে

বেবি চক্রবর্ত্তী: কলকাতা :- সব জায়গায়, সব সময় দাদাগিরি চলে না। এটা ভুলে গেলেই অনেক সময় তার ফল পেতে হয়। ঘটনার সূত্রপাত ২০১৪ সালে। একটা মন্দিরের প্রণামী বাক্স থেকে ১০ হাজার টাকা চুরির অভিযোগে উঠেছিল স্থানীয় কাউন্সিলর তারক গুহ, তার ভাই নেপাল গুহ-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। কিন্তু সেই কেস কিছুতেই তারা এগোতে দেয় নি। ঘটনাটি ঘটে পানিহাটি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকায় ২০১৪ সালে ২৫ সেপ্টেম্বর। ঘটনার কয়েক বছর পর সেই মামলায় ব্যারাকপুর আদালতে দায়ের হয় একটি মামলা। যার ভিত্তিতে বারংবারই কাউন্সিলরকে হাজিরা দেওয়ার জন্য আদালতে তলব করেন বিচারক। কিন্তু প্রতিবারই ছলে-বলে-কৌশলে সেই তলব এড়িয়ে যেতেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয় নি।শেষবার, গত সপ্তাহের শুক্রবার কাউন্সিলরকে ফের তলব করা হলে, আদালতে হাজিরা দেন তিনি। তখন শাসকনেতাকে হাতের নাগালে পেতেই গ্রেফতারির নির্দেশ দেন বিচারক। সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় তাকে। তারপরেই মঙ্গলবার, ছিল সাজা ঘোষণা। ২০১৪ সালের পিটিয়ে খুনের ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর তারক গুহ-সহ নেপাল গুহ, জয়দেব মুখার্জি, শ্যামল দাস ,হরিপদ সরকারকে দোষী সাব্যস্ত করেন বিচারক। পাঁচ অভিযুক্তকে যাবজ্জীবন সাজা শোনান তিনি। কান্নায় ভেঙে পারেন সকলে। তবে তারা উচ্চ আদালতে যাবেন বলে জানা যাচ্ছে।